রাজবাড়ীতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র জব্দ

১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ৫ জন। ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া থেকে ১৫ মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। 

আজ বুধবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাহাদ বিশ্বাস ওরফে পিয়াল (২৬), আরিফ মণ্ডল (২৯), আশরাফুল ইসলাম (২৫), রমজান আলী (২৪) ও আলীম শেখ (২৩)। 

পিয়ালের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি, অস্ত্র ও মাদকসহ ১৫টি মামলা আছে এবং তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় রাসেল শেখ, পলাশ বিশ্বাস, মিথুন শেখ, ফরিদ ওরফে কালা ফরিদ, মো. লালটু ও টোকন পাটোয়ারীসহ ৮ জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করা হবে।'

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, রামদা ও ছুরি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

Comments