শহীদ মিনার ও সচিবালয় এলাকা থেকে ঝড়ে আহত ২০০ পাখি উদ্ধার

গুরুতর আহত পাখিগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। ছবি: স্টার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও সচিবালয় এলাকা থেকে ঝড়ের কবলে পড়ে আহত ২০০ পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অশীম মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সচিবালয়ের সামনে থেকে আমাদের একটি টিম প্রায় ৭০টি পাখি উদ্ধার করেন৷'

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক সানা উল্লাহ পাটোয়ারীর নেতৃত্বে শহীদ মিনার থেকে আরেকটি টিম ১৩০টি পাখি উদ্ধার করেছে৷ প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু পাখি উড়িয়ে দিয়েছেন তারা৷ যেগুলো গুরুতর আহত সেগুলোকে চিকিৎসার জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা নিয়ে গেছেন৷

গুরুতর আহত পাখিগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের দুজন সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, আহত পাখিগুলোকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে ক্রাইম কন্ট্রোলের সদস্যরা। যে পাখিগুলো খুব বেশি আহত, তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। 

কেন্দ্রীয় শহীদ মিনারে বড় গাছপালাতে প্রচুর পাখিদের আনাগোনা থাকে সব সময়। সেখানে গেলে সন্ধ্যায় গাছের শাখাপ্রশাখায় এসব পাখির কিচিরমিচির শোনা যায়।

Comments