ঘূর্ণিঝড় সিত্রাং

বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি মোকাবিলা-তদারকির জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও তদারকির জন্য বিদ্যুৎ বিভাগ এবং দপ্তর ও সংস্থার পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

সংকটকালে যেকোনো প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ০১৭-৯২৬-২৩৪৬৭, ৮৯০০৫৭৫

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: ০১৭০৮১৪৯৫০২, ০১৭০৮১৪৯৫০৩, নিয়ন্ত্রণ কক্ষ: ০১৮১৯২২৮৬১৬, ০২-২২৩৩৫৪৬৪৬

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: ০২-৮৯০০৫০১, ০১৭১৩০৯০৫৮৬, ০১৩২৪৪৩৫৯৮১

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি): কন্ট্রোল রুম নম্বর: ০২২২৩৩৬৪৮০০, ০২২২৩৩৬৩০০০, ০১৩২১১৩৭১৯৫

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো): রাজশাহী জোন: +৮৮০১৭৫৫৫৮২৩০০, রংপুর জোন: +৮৮০১৭১৫০৪১২৪০

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো): কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: ০২৪৭৭৭২৪৪৭২, ০১৭৫৫৫৬৮৭৮১, কল সেন্টার নম্বর: ১৬১১৭

Comments

The Daily Star  | English

Cyber protection ordinance: Draft fails to shake off ghosts of the past

The newly approved draft Cyber Protection Ordinance retains many of the clauses of its predecessors that drew flak from across the world for stifling freedom of expression.

10h ago