ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে শিশু আহত

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে চার বছর বয়সী এক শিশু আহত হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

শিশু ইব্রাহিমের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। সে চট্টলা এক্সপ্রেসে পরিবারের সঙ্গে চট্টগ্রাম থেকে ভৈরব যাচ্ছিল।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শিশুটি মাথায় আঘাত পেয়েছে। 

তবে পাথর নিক্ষেপকারীকে এখনো চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি।

Comments