বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মোহাম্মদ শরীফ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়াতে বাংলাদেশি পাসপোর্টসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ শরীফ (৪৫) রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ব্লক-১২/সি-তে বসবাসরত মোহাম্মদ হাশিমের ছেলে।

র‍্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে রোহিঙ্গা ক্যাম্প-১১ এর মরাগাছতলার ডালা এলাকায় অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বাংলাদেশি পাসপোর্ট।'

তিনি আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ জানিয়েছেন, বিদেশে যাওয়ার জন্য মিথ্যা তথ্য ও প্রচুর টাকার বিনিময়ে তিনি বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছেন।'

শরীফের নামে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

1h ago