খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী

খুলনা নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে হাজারো মানুষের ভিড়। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনায় বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। এ উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলবেঁধে আসছেন দলটির নেতাকর্মীরা।

সরেজমিনে আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে হাজারো মানুষের ভিড় দেখা গেছে।

গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে তাদের কেউ কেউ ট্রেনে করে খুলনায় এসেছেন। স্টেশনে নেমেই মিছিল করতে করতে বের হতে দেখা গেছে তাদের।

তাদের কেউ কেউ ট্রেনে করে খুলনায় এসেছেন। ছবি: হাবিবুর রহমান/স্টার

অপরদিকে, সমাবেশে যোগ দিতে আসা বিএনপি নেতাকর্মীদের অনেককে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের অভিযোগ, 'বৃহস্পতিবার বিকেল থেকেই নগরজুড়ে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সারারাত পুলিশ শতাধিক বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে। আটক করা হয়েছে ৪৭ জনকে। আজও পুলিশ অনেককে আটক করে নিয়ে গেছে।' 

যদিও দ্য ডেইলি স্টারের কাছে বিষয়টি অস্বীকার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, 'এ ধরনের কোনো আটক বা গ্রেপ্তারের ব্যাপারে আমার জানা নেই। এমন কিছু হওয়ার কথা না।'

 

Comments

The Daily Star  | English

Israel raids West Bank after Gaza carnage

A Palestinian official said hundreds of people began leaving their homes in a flashpoint area of the West Bank on Thursday as Israeli forces pressed a deadly operation there

7m ago