খুলনায় পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের তুলে নেওয়ার অভিযোগ
খুলনায় পুলিশের বিরুদ্ধে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীকে রেলস্টেশন এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সরেজমিনে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা ও আলোকচিত্রী এ ঘটনা প্রত্যক্ষ করেছেন।
সরেজমিনে সন্ধ্যা ৭ টা ৪২ মিনিটে খুলনা রেলস্টেশন এলাকায় আগে থেকে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের তুলে নিয়ে যেতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের মোবাইলে একাধিকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠানো হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'এ ধরনের কোনো আটক বা গ্রেপ্তারের ব্যাপারে আমার জানা নেই। এমন কিছু হওয়ার কথা না।'
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, 'বৃহস্পতিবার বিকেল থেকেই নগরজুড়ে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সারারাত পুলিশ শতাধিক বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে। আটক করা হয়েছে ৪৭ জনকে। আজও পুলিশ অনেককে আটক করে নিয়ে গেছে।'
Comments