ইতালিতে নারী পুলিশকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
ইতালির নেপোলিতে এক নারী পুলিশকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ওই নারী পুলিশ তার ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পরে গ্রেপ্তার বাংলাদেশি যুবক তাকে প্রথমে মাথায় পাথর দিয়ে আঘাত করেন ও পরে ধর্ষণ করেন।
তবে ২৩ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
নেপোলি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশি যুবক পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন। তিনি অনিবন্ধিত বা অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন।
ইতালির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে বন্দরের পিসাকানে গেটের ভিতরে পার্কিং লটের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী পুলিশ সদস্য রাতে ডিউটি শেষ করে বন্দরের দিকে যাচ্ছিলেন। সেখানে সংরক্ষিত এলাকায় তিনি গাড়ি পার্কিং করেছিলেন। থানা থেকে বের হওয়ার পর থেকেই তাকে ওই বাংলাদেশি যুবক অনুসরণ করছিলেন।
এক পর্যায়ে অতর্কিতে তার ওপর হামলা চালায় ওই যুবক ও পরে ধর্ষণ করে। তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও পুলিশ জানিয়েছে।
নারী পুলিশ সদস্যের কাছে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।
পুলিশের কাছে সংকেত (অ্যালার্ম) যাওয়ার পর পুলিশ সদর দপ্তরের সাধারণ প্রতিরোধ অফিস থেকে গাড়ি সক্রিয় করা হয়। এর মধ্যে একটি গাড়ি হামলাকারী বাংলাদেশি যুবককে ট্র্যাক করে এবং তাকে আটক করে।
ওই নারী পুলিশ সদস্যকে নেপলসের কার্ডারেলি হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
Comments