সরকারি কাজে বাধা, রিয়াজউদ্দিন বাজারের ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালালে সে সময় ব্যবসায়ীরা বাধা দেয়। ছবি: সংগৃহীত

সরকারি কাজে বাধা দেওয়া ও পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শককে আহত করার অভিযোগে চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন গতকাল বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালী থানায় এ মামলা করেন।

আসামিরা হলেন-ছালামত আলী চৌধুরী, আবদুল কালাম, আবদুল শুক্কুর, কাজী মাহাবুবুর রহমান ও কাজী মোহাম্মদ ইদ্রিছ।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মতিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রিয়াজউদ্দিন বাজারে ১ হাজার কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধারে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ দল। অভিযানকালে অভিযুক্তরা তাদের বাধা দেন। 

এছাড়া সে সময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম নগরের পরিদর্শক শাওন শওকতকে ধাক্কা দিয়ে আহত করেন অভিযুক্তরা।

অভিযোগের বিষয়ে জানতে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

5m ago