উন্নয়নশীল দেশে উত্তরণে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার

সিলেটে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে (এলডিসি গ্র্যাজুয়েশন) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ।

আজ সোমবার দুপুরে সিলেটে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'নির্বাচন কেমন হবে এটি বাংলাদেশের নির্বাচন কমিশন ও অংশগ্রহণকারী দলগুলোর ঐক্যমত্যের বিষয়। তবে বাংলাদেশের বন্ধু হিসেবে আমি মনে করি এলডিসি গ্রাজুয়েশন ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।'

ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, 'বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়েছে, কিন্তু স্কিল নির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরও গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ব্রিটিশ অনেক কোম্পানি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিইও কুলসুম হোসিন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন। এছাড়াও ভিডিও বার্তায় বক্তব্য রাখেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

35m ago