চট্টগ্রামে শিয়ালের মাংস বিক্রি, আটক ২
চট্টগ্রাম নগরীর আমিন জুট মিল এলাকার আমিন কলোনি থেকে শিয়ালের মাংস বিক্রির সময় ২ জনকে আটক করেছে বন বিভাগ।
আজ রোববার বিকেল ৪টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা, ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, মোহাম্মদ ইসমাইল ও মো. আজিজ।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির অপরাধে ২ জনেক আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজির বেশি মাংস এবং একটি শিয়ালের চামড়া উদ্ধার করা হয়।'
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শিয়াল হত্যার অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান তিনি।
দীপান্বিতা ভট্টাচার্য বলেন, 'আটককৃতরা প্রতি কেজি শিয়ালের মাংস এক হাজার টাকা করে বিক্রি করছিলেন বলে জানিয়েছেন। শিয়ালটি হিলভিউ আবাসিক এলাকা থেকে তারা শিকার করেছেন।'
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৬ ও ৪১ ধারা অনুযায়ী বন্যপ্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বন আদালতে তাদের নামে মামলা হয়েছে। বন্যপ্রাণী বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রামের বন একাডেমির পাহাড়ে অনেক শিয়াল আছে। আসামিরা পাহাড় থেকে শিয়াল ধরে বিক্রি করছিলেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।'
Comments