‘আ. লীগ কলাগাছ নয় মান্দার গাছ, পিঠ ঘষতে এলে চামড়া ছুলে যাবে’

গাজীপুরের কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশকে অকার্যকর করতে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি আবোলতাবোল কথা বলছে। কিন্তু আওয়ামী লীগ কলাগাছ নয় যে, পিঠ ঘষতে এলে আরাম লাগবে। আওয়ামী লীগ হলো মান্দার গাছ, কেউ পিঠ ঘষতে এলে তারই চামড়া ছুলে যাবে। তাই বুঝে শুনে কথা বলবেন।

তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, 'তারা বিদেশি প্রভুদের ইঙ্গিতে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা যারা সহ্য করতে পারে না। তারা আজ ষড়যন্ত্রে লিপ্ত।'

আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'জিয়াউর রহমান দেশে হত্যার রাজনীতি চালু করেছিলেন। তিনি যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। শুধু তাই নয়, তিনি বিমান বাহিনীর সাতশ'রও বেশি সদস্যকে খুন ও গুম করেছিলেন। আদালতের রায় ঘোষণার আগেই তিনি অনেক সৈনিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। তার দালিলিক প্রমাণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে।'

কোনাবাড়ি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, দলের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ মু. আসাদ উল্লাহ।

গাজীপুরের কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি:

 

Comments

The Daily Star  | English

Structural weaknesses, poor governance plague economic reform: Debapriya

“If there is no stability in the economy, no other reform will be sustainable,” he said.

2h ago