১২ বছরে ঢালিউডের ব্যবসাসফল ৮ সিনেমা

২০১০ সাল থেকে ২০২২ সালের অক্টোবর (১২ বছর) পর্যন্ত বাংলা চলচ্চিত্রে ব্যবসাসফল সিনেমার সংখ্যা খুব বেশি নয়। একটু পেছন ফিরলে দেখা যাবে, এই সময়ের মধ্যে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা দর্শকদের হলে টানতে পেরেছে। তেমন কিছু সিনেমা নিয়ে এই প্রতিবেদন। তবে, গত ১২ বছরে আলোচিত, প্রশংসিত হয়েছে কিন্তু তেমন ব্যবসা করতে পারেনি সেসব সিনেমা এই তালিকায় রাখা হয়নি।

পোড়ামন সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২০০৯ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত 'মনপুরা' সিনেমা মুক্তির পরের ৩ বছর ব্যবসাসফল সিনেমার দেখা মেলেনি। তবে, ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত 'পোড়ামন' সিনেমাটি ব্যবসাসফল ও দর্শকপ্রিয়তা পায়। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তখনকার নবাগত নায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

আয়নাবাজি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত 'আয়নাবাজি' সিনেমাটি ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি দর্শক টানকে পেরেছিল। সিনেমাটি সারাদেশে আলোড়ন ফেলতে পেরেছিল। এতে অভিনয় করেছিলেন- চঞ্চল চৌধুরী, নাবিলাসহ অনেকে। সিনেমাটি সব শ্রেণির দর্শকের মন জয় করতে পেরেছিল।

শিকারী সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা 'শিকারী' ২০১৬ সালে মুক্তির পর ভালো ব্যবসা করে। ওই সিনেমার মাধ্যমে নতুনভাবে নতুন লুকে শাকিব খানের আবির্ভাব হয়।

ঢাকা অ্যাটাক সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এর পরের বছর ২০১৭ সালে আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন অভিনীত 'ঢাকা অ্যাটাক' সিনেমা মুক্তি পায়। সিনেমাটি দেখতে সিনেমাহলে ভিড় জমান দর্শক। ঢাকা অ্যাটাক সিনেমাটি ভালো ব্যবসা করতে পেরেছিল। এই সিনেমায় মাধ্যমে নতুন খল অভিনেতা তাসকিনের আর্বিভাব হয়।

পোড়ামন-২ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২০১৮ সালে রায়হান রাফী পরিচালিত 'পোড়ামন ২' সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক সিয়ামের। তার বিপরীতে ছিলেন পূজা চেরি। এই জুটির সিনেমা দেশব্যাপী দারুণ ব্যবসা করে। দর্শকদের হলমুখী করতে সমর্থ হয়।

দেবী সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

একই বছর ২০১৮ শেষে মুক্তি পাওয়া অনম বিশ্বাসের 'দেবী' সিনেমাটিও দেশব্যাপী দারুণ সাড়া ফেলে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে জয়া আহসান, চঞ্চল চৌধুরীর অভিনয় সবার কাছে প্রশংসিত হয়। বাংলা সিনেমার পালে সুবাতাস নিয়ে আসে সিনেমাটি।

পরাণ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

কোভিড পরবর্তী সিনেমা জগতে নতুন করে সুবাতাস বইতে শুরু করে ২০২২ সালের ১০ জুলাই  মুক্তিপ্রাপ্ত 'পরাণ' সিনেমা  দিয়ে। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি সবার মনোযোগ কাড়ে এবং দীর্ঘদিন পরে দর্শকদের আবারও হলমুখী করে। শুধু দেশে নয় বিদেশের মাটিতেও ভালো ব্যবসা করে সিনেমাটি।

হাওয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এরপর আলোচনায় আসে 'হাওয়া'। মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমার 'সাদা সাদা কালা কালা' গানটি প্রথমে শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে। এরপর প্রেক্ষাগৃহে ২৯ জুলাই মুক্তি পায় 'হাওয়া'। সিনেমাহলে অসংখ্য শো হাউজফুল হয়েছে। দেশের বাইরেও রেকর্ড গড়েছে সিনেমাটি। 'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খানসহ অনেকেই। 

Comments