ক্রাচে ভর করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে বিএনপির সমাবেশে কামাল

কামাল উদ্দিন। ছবি: সিফায়াত উল্লাহ/স্টার

আওয়ামী লীগকে 'দানব সরকার' অবহিত করে এই সরকারের পতনের দাবিতে ক্রাচে ভর লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে যোগ দিয়েছেন যুবদল নেতা কামাল উদ্দিন।

তিনি লক্ষ্মীপুর সদর থানা যুবদলের প্রচার সম্পাদক।

'২০১৫ সালের মে মাসে ঘর থেকে ডেকে নিয়ে পুলিশ আমার পায়ে গুলি করে। এরপর ডান পা কেটে ফেলতে হয়', দাবি করেন কামাল।

আজ বুধবার নগরের সিআরবি এলাকায় দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা হয় কামালের।

তিনি বলেন, 'রাত ৩টায় ঘর থেকে ডেকে নিয়ে আমাকে পুলিশ গুলি করে পঙ্গু করে দিয়েছে। আমরা অপরাধ হচ্ছে, আমি যুবদল করি। আমার বিরুদ্ধে ৫টি মিথ্যা মামলা করেছে পুলিশ।'

তিনি আরও বলেন, 'আমি জিয়ার আদর্শের সৈনিক। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু এই সরকার একনায়কতন্ত্র কায়েম করেছে। তাই আওয়ামী লীগের পতন চাই।'

এক পায়ে ভর করে সুদূর লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসতে কষ্ট হয়েছে কি না জানতে চাইলে ৪ সন্তানের জনক কামাল বলেন, 'আদর্শের টানে এসেছি। দানব সরকারের পতনের দাবিতে এসেছি।'

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

15h ago