অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন। তারা হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ। 

ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন। তারা হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ। 

আজ সোমবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স অর্থনীতির এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন। 

নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে, গবেষণার মাধ্যমে তারা দেখিয়েছেন, 'ব্যাংকের পতন এড়ানো কেনো গুরুত্বপূর্ণ।'

নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা (প্রায় ৯ লাখ ডলার) নগদ অর্থ। যা আগামী ১০ ডিসেম্বর হস্তান্তর করা হবে। 

অন্যান্য পুরস্কারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কারটি ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলে উল্লেখ ছিল না। তবে তার স্মৃতি রক্ষায় সুইডিশ সেন্ট্রাল ব্যাংক এ পুরস্কার প্রবর্তন করেন। ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়। 

Comments

The Daily Star  | English
March 7 belongs to the people not Awami League

March 7 belongs to people, not just AL: Anu Muhammad

Says any attempt to erase history won't be tolerated

1h ago