বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে সহায়তায় প্রস্তুত: পুতিন
বৈশ্বিক খাদ্য সমস্যা সমাধানে ভূমিকা রাখতে এবং দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ রোববার কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের শ্রমিক দিবস উপলক্ষে ভিডিও বার্তায় পুতিন এ কথা জানান।
রাশিয়ার সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট পুতিন বলেন, 'আমি জোর দিয়ে বলতে চাই—চলমান বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে ভূমিকা রাখতে এবং গরিব ও উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রস্তুত।'
তিনি আরও বলেন, 'অপ্রত্যাশিত অবরোধের কারণে কৃষিখাতে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে সবাই মিলে সেসব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে।'
Comments