নায়ক জসীম চলে যাওয়ার ২৪ বছর

নায়ক জসীম। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র যত দিন আছে তত দিন বাংলাদেশের মানুষের মনের ভেতর থাকবেন নায়ক জসীম। অ্যাকশন দৃশ্যে যেমন অনবদ্য, কষ্টের অভিনয়ে ছিলেন অসামান্য। সে কারণে দর্শকের মনের গভীরে দাগ কেটে আছেন তিনি।

অকাল প্রয়াত চিত্রনায়ক, মুক্তিযোদ্ধা জসীমের আজ ২৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।

এফডিসিতে নায়ক জসীমের নামে 'মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর' আছে। সুপারস্টার এই নায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন।

জসীম অভিনীত প্রথম সিনেমার নাম 'দেবর'। নায়ক হয়ে প্রথম অভিনয় করেন 'মোকাবেলা' সিনেমায়। খলনায়ক হয়ে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। নায়ক হিসেবে ১২০টির বেশি সিনেমায় দেখা গেছে তাকে।

জসীম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—দেবর, রংবাজ, দোস্ত দুশমন, মহেশখালির বাঁকে, বারুদ, বদলা, কসাই, বাহাদুর, এক মুঠো ভাত, সুন্দরী আসামি হাজির, প্রতিহিংসা, মান-সম্মান, লাইলী মজনু, নাজমা, গাদ্দার, সবুজ সাথী, সিআইডি, লাভ ইন সিঙ্গাপুর, অভিযান, আক্রোশ, দি রেইন, কুয়াশা, প্রতিজ্ঞা, এপার-ওপার, নিশানা, নিষ্পাপ, নিঃস্বার্থ, নিষ্ঠুর, স্বামীর আদেশ, দুই রংবাজ, প্রেম লড়াই, হিরো, শত্রুতা, ভাই আমার ভাই, ভরসা, মাস্তান রাজা, সারেন্ডার, স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, ভালোবাসার ঘর, ঘাত-প্রতিঘাত, পরাধীন, লাট সাহেব, কালিয়া, বিজয়, ছোট বউ, জিদ্দি, ওমর আকবর, রক্তের বদলা, চিরশত্রু, লক্ষ্মীর সংসার, লালু মাস্তান, টাইগার, কাজের বেটি রহিমা ও বাংলার নায়ক।

নায়ক জসিমের প্রথম স্ত্রীর নাম সুচরিতা। দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের প্রথম সিনেমা 'মুখ ও মুখোশ'র নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিন। এই দম্পতির তিন ছেলে সামি, রাতুল ও রাহুল।

১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মেছিলেন তিনি। তার পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

52m ago