বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

ফরিদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে প্রশাসন সেই বিয়ে পণ্ড করে দিয়েছে।

আজ বুধবার উপজেলার কাইচাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি ও স্থানীয়রা জানান, ১২ বছরের ওই শিশুর বিয়ের আয়োজনের খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ইউএনওর নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নগরকান্দা থানার এক এসআই ঘটনাস্থলে যান। এ সময় বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

শিশুটির বয়স ১৮ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না মর্মে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।   

Comments