আবার আলোচনায় মেহজাবীন

মেহজাবীন
মেহজাবীন

টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে এই সময়ের বেশ আলোচিত অভিনেত্রী মেহজাবীন। মডেলিংয়েও জনপ্রিয় তিনি। অবশ্য বর্তমান জেনারেশনের অভিনেত্রীদের মধ্যে তিনি সবচেয়ে এগিয়ে আছেন।

সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন পুনর্জন্ম ৩ নাটকে অভিনয় করে। আজ বুধবার বিকেলে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনয়শিল্পী মেহজাবীন।

পুনর্জন্ম ৩ নাটকটি সম্প্রতি আলোচনায় এসেছে। আপনার কেমন লাগছে?

মেহজাবীন
মেহজাবীন। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

দর্শকরা অপেক্ষায় ছিলেন পুনর্জন্ম ৩ কবে আসবে। এর আগে পুনর্জন্ম ১ প্রচারিত হয়েছে। তারপর পুনর্জন্ম ২ প্রচারিত হয়েছে। আগের প্রচারিত দুটো নাটকই বেশ সাড়া পেয়েছিল। তখন থেকেই দর্শকরা
অপেক্ষায় থেকেছেন। কয়েকদিন আগে পুনর্জন্ম ৩ প্রচারের পর থেকেই আলোচনা হচ্ছে।

প্রশংসা কেমন পাচ্ছেন?

ভালো রেসপন্স পাচ্ছি। সবাই খুব ভালো বলছেন। এটা তো গল্পের প্রয়োজনে ৩ পর্ব এসেছে। যে কোনো কাজ করার পর যদি দর্শকরা পজেটিভভাবে নেন, দর্শকরা ভালো বলেন এবং প্রশংসা করেন, তখনই
তৃপ্তিটা পাওয়া যায়। পরিশ্রম সার্থক হয়। আমি নিজেও কাজটি নিয়ে হ্যাপি এবং পুরো টিম হ্যাপি।

মেহজাবীন
মেহজাবীন। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

রোকেয়া চরিত্রটিতে কতটা ভিন্নভাবে দেখা গেছে আপনাকে?

চরিত্রটি নিয়ে বেশি বলতে চাই না। কিন্তু এটুকু বলতে চাই যে নাটকটি প্রচার হওয়ার পর অনেকেই রোকেয়া লুকটির কপি করছেন, ফেসবুকে শেয়ার করছেন, তাদের অনুভূতির কথা জানাচ্ছেন। 
অনেকেই রোকেয়ার প্রশংসাও করছেন। রোকেয়া মেয়েটির অনেক ধৈর্য। আমি মনে করি, যে কোনো অভিনেত্রীর জন্য রোকেয়া চরিত্রটি চ্যালেঞ্জিং। সবসময় চাই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে।

মেহজাবীন
মেহজাবীন। ছবি: শেখ মেহেদী মোরশেদ

টিভি নাটক ও ওয়েব সিরিজ দুটোতেই আলোচনায় আছেন?

অভিনয়শিল্পীর কাজই অভিনয় করা। মন দিয়ে অভিনয়টাই করতে চাই। কাজের প্রতি আমার ভালোবাসা সবসময়ই আছে এবং থাকবে। ঈদের পর বেশ বিরতি দিয়ে পুনর্জন্ম ৩ প্রচার হলো। এছাড়া ওয়েব সিরিজ সাবরিনা প্রচার হয়েছিল চলতি বছরের মার্চে। এখন টিভিসি করছি কয়েকটি।

শারদীয় দুর্গাপূজা আজ শেষ হয়ে গেল। কোথাও গিয়েছেন কি?

না, এবার পূজার ছুটিতে কোথাও যাওয়া হয়নি। কিন্ত সবার প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

1h ago