ঘুটঘুটে অন্ধকারে রাজধানী

অন্ধকারে নিমজ্জিত রাজধানীর ফার্মগেট এলাকা, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তোলা। ছবি: পলাশ খান/স্টার

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে আজ মঙ্গলবার দুপুর থেকে রাজধানীসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কারওয়ানবাজারে মোমবাতি জ্বালিয়ে বেচা-বিক্রি চলছে। ছবি: এমরান হোসেন/স্টার

বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরও ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতি জ্বলতে দেখা যায়নি।

কারওয়ানবাজারে ফুটপাতের ব্যবসায়ীরাও মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। ছবি: এমরান হোসেন/স্টার

এখনো রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। সড়কে শুধু যানবাহনের বাতির আলো দেখা যাচ্ছে।

তীব্র গরমে কারওয়ানবাজারে মানুষের নাভিশ্বাস অবস্থা। ছবি: এমরান হোসেন/স্টার

বিদ্যুৎ না থাকায় অনেক দোকানে মোমবাতি জ্বালিয়ে বেচা-বিক্রি করতে দেখা গেছে।

কারওয়ানবাজারে অন্ধকারেই বাজার করছেন অনেকে। ছবি: এমরান হোসেন/স্টার

জেনারেটর চালাতে ড্রাম ভরে ডিজেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন লোকজন।

সন্ধ্যায় ফার্মগেট এলাকা- যত দূর চোখ যায়, শুধুই অন্ধকার। ছবি: এমরান হোসেন/স্টার

অনেকে গরমে টিকতে না পেরে বাসার বাইরে বেরিয়ে রাস্তায়, ফুটপাতে নেমে এসেছেন।

Comments

The Daily Star  | English

Interim govt failing to maintain neutrality on some issues: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged the interim government to perform its duties impartially, alleging it of failing to maintain neutrality on some issues

2h ago