মুখার্জি বাড়ির পূজা

পূজা মণ্ডপে বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ছবি: ভিডিও থেকে নেওয়া

মুম্বাইয়ে ধুমধামে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সেখানকার সবচেয়ে পুরনো এবং অভিজাত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মুখার্জি বাড়িতে। সেখানে তারকাদের উপস্থিতিও বেশ চোখে পড়ে। দেখা যায় তনুজা, কাজল, রানী মুখার্জির মতো তারকাদের।

বোম্বে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক অয়ন মুখার্জির বাবা দেব মুখার্জির তত্ত্বাবধানের কয়েকবছর ধরে মুখার্জি বাড়িতে এই পূজার আয়োজন করা হয়। দেব মুখার্জি সম্পর্কে রানি-কাজলদের কাকা হন।

এবার মুখার্জি বাড়ির পূজা আয়োজনে বাসন্তী রঙের শাড়ি পরে হাজির হন কাজল। সঙ্গে বোন তানিশাকেও নিয়ে আসেন। সবুজ শাড়ি পরে আসেন রানি মুখার্জি। তারা আত্মীয়দের সঙ্গে দেখা করেন, সাধারণ দর্শকের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন রানি।

Comments