ইন্দোনেশিয়ায় ফুটবল খেলায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮০ জন।
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে প্রতিদ্বন্দ্বী ২ ক্লাবের দর্শকরা মাঠে ঢুকে সংঘর্ষে লিপ্ত হন। ২ অক্টোবর ২০২২। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮০ জন।

আজ রোববার ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটে।

পূর্ব জাভা প্রদেশের গভর্নর খফিফাহ ইন্দর পারাওয়ানসা গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ভিডিও চিত্রে দেখা গেছে, গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে আরেমা ফুটবল ক্লাব ৩-২ গোলে পেরসেবায়া সুরাবায়ার কাছে পরাজিত হলে দর্শকরা স্টেডিয়ামের দিকে ছুটে যায়। সেসময় সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস ছুড়তেও দেখা যায়।

এ ঘটনায় শোক প্রকাশ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো বলেছেন, খেলার মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। তিনি আশা করেন, 'ইন্দোনেশিয়ার ফুটবলের ইতিহাসে এটিই হবে শেষ দুর্ঘটনা।'

তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশটির শীর্ষ ফুটবল লিগ বিআরআই লিগা ১ এর সব খেলা বন্ধ রাখতে ফুটবল অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছেন।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন পিএসএসআইয়ের সাধারণ সম্পাদক ইউনুস নুসি গণমাধ্যমকে বলেছেন, ফিফা এই দুর্ঘটনার কারণ জানতে চেয়েছে। সংস্থাটি পিএসএসআইকে ঘটনার তদন্ত করতেও বলেছে।

আগামী মে-জুনে ইন্দোনেশিয়ায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Teesta flowing 31cm above danger level, flood fears loom in low-lying areas

Water levels of rivers in Lalmonirhat and Kurigram districts have been rising steadily due to incessant rains in the last three consecutive days, triggering fears of floods in the low-lying shoal areas.

53m ago