গাজীপুরে নিখোঁজ পোশাক শ্রমিকের খণ্ডিত মরদেহ উদ্ধার

নিহত পোশাক শ্রমিক সবুজ বার্নার্ড ঘোষাল। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর এক পোশাক শ্রমিকের খণ্ডিত মরদেহের ৭ টুকরো উদ্ধার করেছে পুলিশ। 

খণ্ডিত মরদেহটি কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

নিহত যুবক সবুজ বার্নার্ড ঘোষাল (৩১) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল্য বার্নার্ড ঘোষালের ছেলে। তিনি পানজোড়া গ্রামের পূর্বাচল অ্যাপারেলস্ লিমিটেড পোশাক কারখানায় কোয়ালিটি চেকার (কিউসি) পদে চাকরি করতেন। সবুজের স্ত্রী অন্তঃসত্ত্বা, আগামী মাসে তাদের প্রথম সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, কালীগঞ্জ উপজেলার পানজোড়া গ্রামের পূর্বাচল অ্যাপারেলস্ লিমিটেড পোশাক কারখানার পাশে ডোবায় ও জঙ্গলে মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ পাওয়া যায়।   মরদেহের অবশিষ্টাংশ উদ্ধারে তল্লাশি কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ। 

নিহতের বাবা অমূল্য ঘোষাল জানান, বুধবার সকালে সবুজ ঘোষাল তার কর্মস্থল পূর্বাচল অ্যাপারেলস্ লিমিটেড কারখানার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ওই রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন বৃহস্পতিবার স্বজনেরা সবুজ ঘোষালের কর্মস্থলে গিয়ে জানতে পারে বুধবার সকাল ৬টায় তিনি কারখানায় প্রবেশ করেন এবং বিকেল ৪ টা ৬ মিনিটে কারখানা থেকে বের হয়ে যান। 

সবুজের খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সবুজের বাবা অমূল্য বার্নার্ড ঘোষাল বাদী হয়ে নিখোঁজ সংক্রান্ত ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Comments