সরকার মিথ্যা, মিথ্যা আর মিথ্যা বলে মানুষকে প্রতারিত করছে: টুকু

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া উপলক্ষে মাড়েয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের ভোটও লাগে না, সরকার ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মতো জোর করে ক্ষমতায় বসে আছে। আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা বলে মানুষকে প্রতারিত করছে।

তিনি আরও বলেন, 'দেশের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই। এজন্য কে মরল আর কে বাঁচল তা তাদের দেখার কথা নয়। দেবী দর্শনে সবার আগ্রহ থাকে। পাহারাদার বসিয়ে নৌকার ধারণ ক্ষমতা অনুযায়ী মানুষ পারাপার করলে এত মানুষের সলিল সমাধি হতো না।'

আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া উপলক্ষে মাড়েয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে এসব বলেন।

তিনি বলেন, নৌকাডুবে এতগুলো মানুষের সলিল সমাধি হল অথচ সরকার জাতীয়ভাবে শোক ঘোষণা করল না। এ ঘটনায় সরকারের দায়িত্ব ছিল শোক দিবস ঘোষণা করা। এ সরকারের কাছে লাশ কোনো বিষয় না। যে সরকার জনগণের ভোটই নেয় না। সে সরকার আর কী জাতীয় শোক পালন করবে?

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'আপনাদের কারও বাবা, কারও মা কারও সন্তান মারা গেছে। আমাদের দলেরও চার চারটি তাজা সন্তান পুলিশের গুলিতে নিহত হয়েছে। কিসের জন্য নিহত হয়েছে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আনতে, ডিজেল কেরোসিনের দাম কমানোর জন্যই তারা নিহত হয়েছে।'

'এবার বিএনপি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিবে, ন্যায্যমূল্য নিশ্চিত করবে। আমরা বুঝি স্বজন হারানোর বেদনা কত নির্মম নিষ্ঠুর। আমাদের সন্তানরা আপনাদের জন্যই নিহত হয়েছে। আমরা আছি আপনাদের পাশে, থাকতে চাই। আল্লাহ যেন আপনাদের শোক সইবার ক্ষমতা দেয়,' বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, 'নৌকাডুবির ঘটনায় সম্পূর্ণ সরকার দায়ী। বিএনপি সভা সমাবেশ করলে নানারকম আইন কানুন দেখানো হয়। আর মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষ পারাপার করবে সরকার মনিটরিং করবে না, তারা তদারকি করবে না, এটা হয় না। এটা সরকারের ব্যর্থতা।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago