বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১১ দিন বন্ধ

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ শুক্রবার থেকে আগামী ১১ দিনের জন্য পঞ্চগড়ের চতুর্দশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগামী ১০ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।'

তবে এই সময় বাংলাবান্ধা স্থলবন্দরের সরকারি কার্যক্রম চলবে এবং বৈধ ভিসাসহ যাত্রীরা স্বাভাবিক নিয়মে পারাপার হতে পারবেন বলেও জানায় স্থলবন্দর কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্গাপূজা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ১১ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।'

Comments

The Daily Star  | English
Banking sector crisis

Why is the banking sector crisis so deep-rooted?

The regime-sponsored immorality to protect or pamper the financial gangsters not only eroded the future of the banking sector, but also made the wound too difficult to recover from.

4h ago