এক টাকায় শারদ আনন্দ উৎসব

নতুন জামা পেয়ে বেজায় খুশি এই ছোট্ট শিশু। ছবি: সংগৃহীত

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পূজার আনন্দ ছড়িয়ে দিতে বিদ্যানন্দ আয়োজন করেছে 'শারদ আনন্দ উৎসব'। এই আয়োজনে সহস্রাধিক মানুষ এক টাকা দিয়ে নতুন কাপড় পছন্দ করে কেনার সুযোগ পাচ্ছেন, সঙ্গে থাকছে আপ্যায়নের ব্যবস্থা।

এই আয়োজনে সহযোগিতা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ উপলক্ষে চট্টগ্রাম ও এর আশেপাশের উপজেলা থেকে ফ্রি বাস সার্ভিসও দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএমসেন হলে এই আয়োজনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

অপর ক্ষুদে বন্ধুকে নিজের নতুন জামা দেখাচ্ছে এক শিশু। ছবি: সংগৃহীত

সিএমপি কমিশনার বলেন, 'পূজার আনন্দে গরীব মানুষ যেন অংশ নিতে পারেন, সেজন্য বিদ্যানন্দ যে এক টাকার বাজার বসিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই আয়োজন ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে সাহায্য করবে। সিএমপি বিদ্যানন্দের সঙ্গে এই কাজে সহযোগী হিসেবে থাকতে পেরে গর্বিত।'

বিদ্যানন্দের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, 'উৎসবে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে সম্প্রীতির বন্ধন তৈরি করাই আমাদের লক্ষ্য। উৎসব হতে হয় সবার। আবহমান বাংলার ঐতিহ্যই হচ্ছে "সবাই মিলে উৎসব, সবাই মিলে বাংলাদেশ"। সেজন্য এবার প্রথমবারের মতো সিএমপি ও বিদ্যানন্দ আয়োজন করেছে "সবাই মিলে শারদ আনন্দ"।'

পছন্দের শাড়ি খুঁজতে ব্যস্ত তারা। ছবি: সংগৃহীত

২ সন্তানকে নিয়ে আসা ৪০ বছর বয়সী বেসরকারি চাকরিজীবী এক পিতা জানান, 'বর্তমানে যে টাকা বেতন পাই, তা দিয়ে পূজার আনন্দ উপভোগ করা এখন সম্ভব না। এক টাকার বাজারের কথা পত্রপত্রিকায় দেখেছি আগে। এবার আমাদের জন্য এই উৎসব করায় চাপ অনেক কমে গেলো। আমি অনেক খুশি।'

অনুষ্ঠানে চট্টগ্রামের নানান প্রান্ত থেকে সুবিধাবঞ্চিত মানুষ তাদের সন্তানদের নিয়ে এসেছিলেন।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

Now