রাশিয়ার স্কুলে বন্দুকধারীর হামলা, ১১ শিশুসহ নিহত ১৭

ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। ছবি: এপি
ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। ছবি: এপি

রাশিয়ার একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১১ শিশুসহ ১৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২২ জনই শিশু।

আজ বার্তা সংস্থা এপি তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, 'স্কুল নং ৮৮' নামে পরিচিত স্কুলটি মস্কো থেকে ৯৭০ কিলোমিটার দূরে ইঝেভস্ক অঞ্চলে অবস্থিত। হামলাকারীর পরনে নাৎসি বাহিনীর 'স্বস্তিকা' চিহ্ন সম্বলিত কালো রঙের টি-শার্ট ছিল। নিহতদের মধ্যে স্কুলটির শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও নিরাপত্তাকর্মী আছেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, হামলাকারীর নাম আর্তেম কাজানসেভ। তার বয়স ৩৪ এবং তিনি এই স্কুল থেকেই পাস করেছেন।

তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

তদন্ত কমিটি আরও জানিয়েছে, বন্দুকধারী বালাক্লাভা (স্কিইংয়ের জন্য ব্যবহৃত মুখোশ) পরে ছিলেন। কমিটি ওই ঘটনার একটি ছোট ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বন্দুকধারী শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে আছেন। তার চারপাশে এলোমেলো অবস্থায় আসবাবপত্র ও কাগজ ছড়ানো রয়েছে।

শ্রেণীকক্ষের ভেতরে হামলাকারীর রাখা গোলাবারুদ। ছবি: এপি
শ্রেণীকক্ষের ভেতরে হামলাকারীর রাখা গোলাবারুদ। ছবি: এপি

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ জানান, বন্দুকধারী ব্যক্তি একটি মানসিক হাসপাতালে রোগী হিসেবে নিবন্ধিত ছিলেন এবং হামলার পর তিনি আত্মহত্যা করেন।

এক বিবৃতিতে কমিটি বলেছে, 'বর্তমানে তদন্তকারীরা হামলাকারীর বাসভবনে তল্লাশি চালাচ্ছেন এবং হামলাকারীর পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন। নিও-ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি এবং নাৎসি মতাদর্শের প্রতি তার আগ্রহ ছিল কি না জানার চেষ্টা চলছে।' 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই আক্রমণকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে আখ্যায়িত করেন এবং জানান, প্রেসিডেন্ট পুতিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

'প্রেসিডেন্ট পুতিন সন্ত্রাসী হামলায় স্কুলগামী শিশু ও প্রাপ্তবয়স্কদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন', যোগ করেন পেসকভ।

রুশ সংবাদ মাধ্যম তাস তদন্তকারীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীর কাছে ২টি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ ছিল।

স্কুলের সামনে নিহত শিশুদের স্মৃতিচারণের জন্য খেলনা ও ফুল অর্পন করছেন অভিভাবকরা। ছবি: এপি
স্কুলের সামনে নিহত শিশুদের স্মৃতিচারণের জন্য খেলনা ও ফুল অর্পন করছেন অভিভাবকরা। ছবি: এপি

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার একাধিক স্কুলে হামলার ঘটনা ঘটেছে।

২০২১ সালের মে মাসে এক কিশোর কাজান শহরে ৭ শিশু ও ২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। ২০২২ সালের এপ্রিলে একজন সশস্ত্র ব্যক্তি উলিয়ানোভস্ক অঞ্চলের এক কিন্ডারগার্টেন স্কুলে ২ শিশু ও ১ শিক্ষককে হত্যা করার পর আত্মহত্যা করেন।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

5h ago