নতুন লুকে শাহরুখের চমক

শাহরুখের নতুন লুক। ছবি: ইনস্টাগ্রাম পোস্ট থেকে নেওয়া

ভক্তদের আবারও চমকে দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে শার্টলেস একটি ছবি পোস্ট করেছেন এই সুপারস্টার। ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ভক্তরাও সিনেমাটির জন্য অধীর আগ্রহে আছেন। শাহরুখ ছাড়াও পাঠানে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা যাবে। এর আগে, পাঠান সিনেমা থেকে যেসব পোস্ট করা হয়েছিল সেগুলো নিয়েও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় ভক্তদের মাঝে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

এ বিষয়ে সিদ্ধার্থ আনন্দ বলেন, আমরা এখন পর্যন্ত সিনমাটি নিয়ে যেসব পোস্ট করেছি তার সবগুলোতে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। সিনেমা ঘোষণার ভিডিও থেকে শুরু করে শাহরুখ খানের ফার্স্ট লুক, দীপিকা পাড়ুকোনের লুক সবই ভালো সাড়া ফেলেছে।

তিনি আরও বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে পাঠানের মুক্তি নিয়ে আমরা রোমাঞ্চিত। আমরা কঠোর পরিশ্রম করছি, যেন পাঠান ২৫ জানুয়ারি মুক্তির পরও একই প্রতিক্রিয়া পায়।

সম্প্রতি অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমাতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এর আগে আনন্দ এল রাইয়ের জিরো (২০১৮) সিনেমাতে দেখা গিয়েছিল তাকে। এরপর ২০২৩ সালে তার ৩টি সিনেমা মুক্তি পাবে। ২৫ জানুয়ারি পাঠান, ২ জুন জাওয়ান এবং ২২ ডিসেম্বর ডানকি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago