১১২ বিচারকের পদোন্নতি ও ২০ জনকে বদলি

প্রতীকী ছবি

নিম্ন আদালতের মোট ১৩২ জন বিচারককে পদোন্নতি ও বদলির মাধ্যমে বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে।

১১২ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং ১৯ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ১ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে।

আজ রোববার আইন মন্ত্রণালয় এ বিষয়ে ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলির করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পদোন্নতি পাওয়া ও বদলি হওয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজদের আগামী ২৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর তাদের নতুন কর্মস্থলে যোগদানের অনুরোধ করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বিদেশে থাকায় এ বিষয়ে তার মন্তব্য জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

6h ago