চট্টগ্রামে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

derailed.jpg
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে লাইন পরিবর্তন করার সময় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

রেলওয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামের ভাটিয়ারি স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

একজন কর্মকর্তা বলেন, স্টেশন ক্রস করার সময় অতিরিক্ত লাইনে থাকা অবস্থায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। আমাদের আরেকটি লাইন সচল আছে।

অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।

Comments