পাম তেলের দাম লিটারে ১২ ও চিনি কেজিতে ৬ টাকা কমলো

আন্তর্জাতিক বাজারে দাম কমায় সরকার খুচরা পর্যায়ে খোলা পাম সুপার তেলের দাম লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ৬ টাকা কমিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, খোলা পাম সুপার তেল প্রতি লিটারের নতুন খুচরা মূল্য ১৩৩ টাকা, পরিশোধিত প্যাকেটের চিনি প্রতি কেজি ৮৯ টাকা ও খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) মূল্যায়নের পর এসব পণ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্তর্জাতিক বাজার বিবেচনা করে আমরা আরও কিছু পণ্যের আমদানি মূল্য, মজুদ, দাম মূল্যায়ন করছি এবং শিগগির সেগুলোর নতুন খুচরা মূল্য ঘোষণা করব।'

Comments