নারায়ণগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাকিব হাসান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হাসান (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান গোলাকান্দাইল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাত ৯টার দিকে গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় একদল ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে জখম করে৷ ঘটনাস্থলেই মারা যান রাকিব৷

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রাকিব এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গোলাকান্দাইল ইউনিয়নের এক শ্রমিক লীগ কর্মীর দেলোয়ার হোসেনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। হত্যাকাণ্ডের ঘটনার পর রাকিবের লোকজন ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে আগুন দিয়েছেন। 

খুনের ঘটনা কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

আবির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত রাকিব মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন৷ আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন তিনি। খুনের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে রাকিবের লোকজন প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয়৷ তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে৷ জড়িতদের আটকে পুলিশ কাজ করছে৷ এ ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন।'

এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

54m ago