রুপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমাকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রুপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন রুপনা চাকমার মা। ছবি: সংগৃহীত

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমাকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি।'

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, 'আজ দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে আমাকে জানান। নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে আমরা রওনা হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। আশা করি, এক মাসের মধ্যেই কাজ শেষ করা যাবে।'

 

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ ভিডিও ভাইরাল হয়। সেখানে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা রুপনার বাড়ির করুণ চিত্র তুলে ধরা হয়।

গতকাল মঙ্গলবার ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার মায়ের হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর। তিনি রুপনার বাড়ি নির্মাণ ও এলাকাবাসীর যাতায়াতের সুযোগ-সুবিধার জন্য ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

53m ago