ফ্রান্সে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা অভিযান

প্যারিসে পরিচ্ছন্নতা অভিযানে প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা। ছবি: সংগৃহীত

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২২ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ফরাসিদের দৃষ্টি কেড়েছে প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা।

গতকাল শনিবার দিবসটি উপলক্ষে বিশ্বের প্রায় ১৮০টি দেশের বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক কর্মী ও পরিবেশবাদীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সমুদ্রসৈকত, পার্ক, রাস্তাঘাট পরিষ্কার করেন।

'আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার' প্রতিপাদ্যে সামাজিক সংগঠন 'সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)'র দিনব্যাপি কর্মসূচিতে অংশ নেন প্যারিসের বিভিন্ন শহরের তরুণ প্রবাসী বাংলাদেশিরা ।

প্লাস জুল-জুফখা এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কসহ মেট্রো স্টেশনে আবর্জনা পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা।

প্যারিস-১৮ মেরির ডেপুটি মেয়র অঁজুমান সিসোকো ও ফ্রেডেরিক বাদিনা পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত থেকে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের উৎসাহ দেন এবং এমন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় পথচারী ও মেট্রোর যাত্রীদেরও প্রশংসা পান বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা।

পরিচ্ছন্নতা অভিযান শেষে 'বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব' শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, পরিবেশগত দিক দিয়ে পৃথিবী বিশাল ঝুঁকিতে আছে। ফলে আমাদের সচেতন হওয়া জরুরি হয়ে পড়েছে।'

তারা বলেন, 'দেশ কিংবা প্রবাস প্রতিটি মানুষকে তার বাসস্থান ও শহরকে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তবেই বাসযোগ্য হয়ে উঠবে এই পৃথিবী।'

আয়োজক সংগঠন সাফ'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, 'প্রবাসী বাংলাদেশিদের মাঝে পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য রক্ষার পাশাপাশি এ দেশের পরিবেশ সংক্রান্ত নিয়মগুলো সঠিকভাবে মেনে চলার সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।'

'তাছাড়া এরকম উদ্যোগের মাধ্যমে আমরা জানান দিতে চাই, বাংলাদেশিরা যে এদেশে শুধু হোটেল রেস্তোরাঁয় কাজ করে তা নয়, পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত,' নয়ন এনকে যোগ করেন।

স্বেচ্ছাসেবক কর্মী ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি হাসান মোহাম্মদ মামুন বলেন, 'ভিন্ন পরিবেশ ভিন্ন সংস্কৃতিতে বসবাস করার জন্য অবশ্যই এখানকার সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাই আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা উচিত।'

স্বেচ্ছাসেবক কর্মী জুলহাস সিদ্দিক বলেন, 'আমি ফ্রান্সে নতুন এসেছি। এরকম একটি সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এসব কার্যক্রম আমাদের আগামীর অনুপ্রেরণা হয়ে থাকবে।'

অন্যদের মধ্যে অনুষ্ঠানে ছিলেন আয়োজক সংগঠনের সালাউদ্দিন তারেক ও সালমান আহমেদ, প্রবাসী সাংবাদিক আবুল কালাম মামুনসহ বাংলাদেশি কমিউনিটির সংগঠকরা।

লেখক: ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক

Comments

The Daily Star  | English
Bangladesh garment exports face US tariff hike

Can Bangladesh retain its foothold in US market?

As Bangladesh races against a July 9 deadline to secure a lower tariff regime with the United States, the stakes could not be higher.

14h ago