ভারতে বিশ্বকর্মা পূজার ছুটি, বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত। স্টার ফাইল ছবি

বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে স্বাভাবিক যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ২ দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক।    

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম দাস দ্য ডেইলি স্টারকে জানান, আজ শনিবার ভারতে বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে, আগামীকাল সকাল থেকে পুনরায় ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওপারে ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার সকাল থেকে  ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে, আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফেরত যেতে চেকপোস্ট কার্গো শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

White paper on economy to be submitted on Sunday: Debapriya

The outcomes of the white paper will also be shared with the media on Monday

18m ago