লালমনিরহাটে আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ

আহত ৮
বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় বিএনপির অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুর করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে পাটগ্রাম উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে হামলা চালায় ও ভাঙচুর করে।'

হামলায় হানিফ ও রবিউলসহ বিএনপির অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন রাজীব প্রধান। তিনি বলেন, 'আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।'

ছবি: সংগৃহীত

তবে বিএনপি নেতার অভিযোগ অস্বীকার করে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পুণ্য চন্দ্র ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই এ হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত নয়।'

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের ঘটনা শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ মোতায়েন করা হয়।'

কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

15h ago