লালমনিরহাটে আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় বিএনপির অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুর করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে পাটগ্রাম উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে হামলা চালায় ও ভাঙচুর করে।'
হামলায় হানিফ ও রবিউলসহ বিএনপির অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন রাজীব প্রধান। তিনি বলেন, 'আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।'
তবে বিএনপি নেতার অভিযোগ অস্বীকার করে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পুণ্য চন্দ্র ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই এ হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত নয়।'
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের ঘটনা শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ মোতায়েন করা হয়।'
কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
Comments