আওয়ামী লীগের সব পদ থেকে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে অব্যাহতি

পঙ্কজ দেবনাথ
পঙ্কজ দেবনাথ। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (বরিশাল-৪) পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আজ চিঠিটি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের মন্তব্য জানতে তার মোবাইল নম্বর এ কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি এবং মেসেজ দেওয়া হলেও তিনি তার উত্তর দেননি।

বিপ্লব বড়ুয়ার সই করা চিঠিতে বলা হয়েছে, 'সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। উপরিউক্ত বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।'

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

15m ago