নারায়ণগঞ্জে তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক কারাগারে

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারের পর আজ শুক্রবার ওই যুবককে আদালতে হাজির করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্য্যাজিস্ট্রেট শামসাদ বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পরিদর্শক মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বিশ্বনাথ ঘোষ ওরফে বিষু (২৭) শহরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার বাসিন্দা।

মৃত রিতা আক্তার (২৫) ফতুল্লার পাগলা দেলপাড়ার দক্ষিণ মাস্টারপাড়ার আলী হায়দারের মেয়ে। গত ২৮ আগস্ট আলী হায়দার তার মেয়ের আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বিষুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারের বরাতে তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি ডেইলি স্টারকে জানান, 'রিতা ও বিষুর প্রেম ছিল। বিষয়টি জানাজানির পর উভয় পরিবারের উপস্থিতিতে এলাকায় একটি সালিশ হয়। সালিশে রিতা ও বিষু একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবে না বলে সিদ্ধান্ত হয়।' 

'পরে বিষু বিয়ে করেন এবং এ খবর পেয়ে গত ২২ আগস্ট রাতে রিতা আত্মহত্যা করেন। এ ঘটনায় রিতার বাবা প্রথমে অপমৃত্যু মামলা করলেও, ২৮ আগস্ট বিষুকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

USTR yet to give date for final tariff talks

The Trump administration is scheduled to apply the new tariff rates for the countries concerned from August 1.

11h ago