পিকআপ ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশু নিহত হয়েছে। এ ছাড়া শিশুটির মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে তার মা চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে শান্তা খাতুনের কোলে থাকা শিশুটি রাস্তার ওপর পড়ে গেলে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্থানীয়রা ধাওয়া করে পিকআপটিকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করেছে পুলিশ।
 

Comments

The Daily Star  | English

Chief adviser in meeting with leaders of 13 political parties

The meeting is being held at Jamuna, official residence of the chief adviser

17m ago