জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের নতুন প্রধান নির্বাহী শহীদুল ইসলাম
পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মীর শহীদুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন 'জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল'- এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে সরকার।
আগামী ২ বছরের জন্য তিনি এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, 'মীর শহীদুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন "জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল"- এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।'
বর্তমানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তার ৩ বছরের চুক্তির মেয়াদে আগামী ১৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে।
Comments