সত্যিই লাইফ ইজ বিউটিফুল: ববি

ববি। ছবি: স্টার

তিন জোড়া নায়ক-নায়িকা নিয়ে নির্মিত হবে 'লাইফ ইজ বিউটিফুল' সিনেমা। গতকাল শুক্রবার রাতে ধানমন্ডির এক রেস্তোরাঁয় সিনেমার নাম ঘোষণা করা হয়েছে।

সিনেমার অন্যতম প্রযোজক ও পরিচালক পিয়াল হোসেন। অভিনয় করবেন ববি, নিপুণ, নিরব, আসিফ আহমেদ খানসহ আরও অনেকেই। সিনেমাটির কো-প্রডিউসর হিসেবে আছেন সাকিব সনেট, তপু খান এবং সেলিব্রিটি প্রোডাকশন হাউজ।

ববি। ছবি: স্টার

ববি দ্য দেইলি স্টারকে বলেন, 'এই সিনেমার গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যে চরিত্রে অভিনয় করবো সেই চরিত্রটির একটা লেয়ার আছে যা দর্শকদের ভাবাবে।'

এই অভিনেত্রী বলেন, 'সিনেমাটি দেখতে দেখতে দর্শক বলবেন সত্যিই "লাইফ ইজ বিউটিফুল"। এখন দর্শকরা ভালো গল্পের সিনেমাছাড়া দেখতে চাননা। সেইসব দর্শক আশাহত হবেননা আশা করছি।'

পরিচালিক পিয়াল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ছবিটির গল্প ৩ জোড়া কাপলের গল্প। তাদের গল্পগুলো আলাদা -আলাদা গল্প কিন্তু একসুতোই গাঁথা। প্রতিটা গল্প আলাদা করে একটা সিনেমা মনে হবে। সিনেমাটির গল্প ভাবনা আমারই। লিখেছেন দিল। ব্যতিক্রম একটা কিছু হবে আশা করছি। চলতি মাসের শেষে সিনেমাটির শুটিং শুরু করবো আশা করছি।'

'লাইফ ইজ বিউটিফুল' সিনেমায় ৪টি গানের কণ্ঠশিল্পী ও সুরকার হলেন আরফিন রুমি, মেহরিন, শফিক তুহিন, কোনাল, সিঁথি সাহা, পূজা,সৈয়দ অমি।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago