গান কবিতা পথনাটকে তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট ও চা-শ্রমিক শোষণের প্রতিবাদ

গণসংস্কৃতি পরিষদের প্রতিবাদী গান, কবিতা, নাচ ও পথনাটক। ছবি: সংগৃহীত

তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট ও চা-শ্রমিক শোষণের প্রতিবাদে গান, কবিতা, নাচ ও পথনাটক মঞ্চস্থ করেছে গণসংস্কৃতি পরিষদ।

আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে এসব মঞ্চস্থ হয়।

এসময় জাতীয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সৈয়দ তামজিদ ও তার দল। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী কবি শওকত হোসেন।

অনুষ্ঠানে প্রতিবাদী গান পরিবেশন করেন এলাহী মাসুদ, মেহেদী হাসান, আলমগীর হোসেন, রোমান সিঙ্গার ও মঈনুদ্দিন আহমেদ রানা।

নিজেদের লেখা প্রতিবাদী কবিতা পাঠ করেন ফয়সাল আহমেদ, পাঠান আজহার, আলমগীর হোসেন ও জহুরুল ইসলাম। আবৃত্তিতে অংশ নেন আহমেদ মুন্নী, আরিফুল ইসলাম আদিব, তানজিদা ইসরাত ঋতু ও নুসরাত কেয়া।

ছবি: সংগৃহীত

প্রতিবাদী কোরিওগ্রাফি বা নৃত্য পরিবেশন করেন শাহরিয়ার সুমন ও তার দল।

তেল-গ্যাস-বিদ্যুতের চরম সংকট ও চা-শ্রমিক শোষণের নেপথ্যের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিদ্রূপ করে কবি শওকত হোসেনের পরিকল্পনায় ব্যঙ্গাত্মক পথনাটক 'পদক'-এ অভিনয় করেন গণসংস্কৃতি পরিষদের নাট্যশিল্পীবৃন্দ। এতে প্রধান চরিত্রে ছিলেন শিবলি সাদিক, মেহেদী হাসান, আলমগীর হোসেন, রোমান ও রাজু।

সাংস্কৃতিক এ প্রতিবাদ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গায়ক ও আবৃত্তিকার আবির আহমেদ।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago