আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না: সুজন
টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচের আগে ছড়াচ্ছে উত্তাপ। কথার লড়াইয়ে মেতেছে দুই দল। আফগানিস্তানের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে হারের পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শক্তির বিচারে তিনি রীতিমতো খাটো করে দেখছেন প্রতিপক্ষের বোলিং আক্রমণকে।
আগামীকাল বৃহস্পতিবার 'বি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। যে দল জিতবে, তারা পেয়ে যাবে এশিয়া কাপের সুপার ফোরের টিকিট। আর যারা হারবে, তারা বিদায় নেবে প্রতিযোগিতা থেকে। এই গ্রুপ থেকে দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করার প্রচলিত রীতির পথে হাঁটেননি সুজন। বুধবার সংবাদ সম্মেলনে কোনো রাখঢাক না রেখে তিনি বলেছেন, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মানের কোনো বোলার নেই লঙ্কানদের, 'আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মোস্তাফিজের মানেরও কোনো বোলার নাই।'
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঠের বাইরের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের শুরুটা হয় গত শনিবার। ৮ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর শানাকা সেদিন বলেছিলেন, আফগানদের তুলনায় টাইগারদের সামলানো সহজ হবে। কারণ, তার দৃষ্টিতে, বাংলাদেশের বোলিং আক্রমণে বিশ্বমানের বোলারের ঘাটতি রয়েছে, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। কিন্তু যখন বাংলাদেশের বেলায় আসি...আমরা জানি ফিজ (মোস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব বিশ্বমানের। এদের বাদ দিলে তাদের দলে বিশ্বমানের কোনো বোলার নেই। এই কারণে আমার মনে হয়, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে।'
শানাকার মন্তব্যের প্রেক্ষিতে পরদিন অনুশীলন সেশনে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, কারা ভালো সেই প্রমাণ মাঠেই হবে, 'ভালো বা খারাপ, এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। দেখুন, একটা ভালো দল মাঠে খারাপ খেললে অবশ্যই ম্যাচ হেরে যায়, আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়। মাঠে পরিচয় হবে কারা ভালো, কারা খারাপ। যারা ভালো খেলবে, দিনশেষে তারাই ম্যাচ জিতবে।'
Comments