সুইস ব্যাংকে টাকা পাচারের তথ্য: বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

হাইকোর্ট
ফাইল ছবি

সুইজারল্যান্ডের (সুইস) ব্যাংকে টাকা পাচারের বিষয়ে যথাযথভাবে প্রতিবেদন না দেওয়ায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে তলব করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। 

বাংলাদেশ থেকে সুইস ব্যাংক টাকা জমা দেওয়ার বিষয়ে তথ্য চাওয়ার ক্ষেত্রে আবেদনে স্বাক্ষর, পদবী ও ঠিকানা না দেওয়ায় তাকে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় হাজির হতে বলা হয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, বিএফআইইউ মাসুদ বিশ্বাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে হাইকোর্টে একটি বিবৃতি জমা দিয়েছেন।

বিবৃতিটি যথাযথ পদ্ধতি অনুসারণ করে তৈরি করা হয়নি। এতে তিনি তার স্বাক্ষর দেননি এবং বিবৃতিটি ফরোয়ার্ড করার সময় তার পদাবি এবং ঠিকানা উল্লেখ করেছেন।

আইনজীবী খুরশীদ আলম খান আরও বলেন, 'বিএফআইইউ দায়সারাভাবে বিবৃতি দিয়েছে, যার জন্য হাইকোর্ট বিএফআইইউ প্রধানকে তার ব্যাখ্যা জানতে তলব করেছে।'

আদালতের স্বপ্রণোদিত রুলের শুনানি আগামীকাল (বুধবার) সকাল ১১টা পর্যন্ত মুলতবি করেছেন।

বিএফআইইউ গতকাল সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিকের মাধ্যমে একটি হলফনামা দিয়ে হাইকোর্টে বিবৃতি দাখিল করে যে তারা সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের বিষয়ে ১৩ বার তথ্য চেয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট হাইকোর্ট বেঞ্চ জানায়, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের তথ্য চাওয়ার বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, বাংলাদেশ সরকার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যে বিবৃতি দিয়েছে তা পরস্পরবিরোধী।
 

 

 

 

 

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

37m ago