‘ইন-ম্যাচ পেনাল্টি’ নিয়েও ভাবনা থাকবে বাংলাদেশের
ভারত-পাকিস্তান দুই দলই যে ভোগান্তিতে পড়েছিল, তা ভোগাবে না তো বাংলাদেশকে? নির্ধারিত সময়ের মধ্যে বোলিং করতে না পারায় ম্যাচের মধ্যেই শাস্তির নতুন নিয়ম চালু করেছে আইসিসি। বাংলাদেশকেও এই নিয়ম ফেলতে পারে বিপদে।
গত জানুয়ারি থেকে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের ইনিংসের শেষ ওভার শুরুর একটা কাট অফ টাইম ঠিক করা হয়েছে। এই টাইম পেরিয়ে গেলে যত বল বাকি থাকবে ততটা সময় চারজনের বেশি ফিল্ডার বৃত্তের বাইরে রাখা যাবে না।
এমনিতে পাওয়ার প্লের পর পাঁচজন ফিল্ডার থাকতে পারেন ৩০ গজ বৃত্তের বাইরে। কিন্তু 'ইন-ম্যাচ পেনাল্টি' পেলে ৩০ গজের বাইরে রাখা যাবে না চারজনের বেশি।
পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ওভারে ভারত পড়ে এই শাস্তিতে, পাকিস্তানও শেষ দিকে এই শাস্তির মধ্যে পড়ে দিয়েছে মূল্য। রোহিত শর্মা, বাবর আজমদের সেই ভুল থেকে নিশ্চিতভাবেই নজরে পড়ছে সাকিব আল হাসানের।
আফগানিস্তানের বিপক্ষে দ্রুত ওভার শেষ করার তাড়না দেখাতে পারেন তিনি। অবশ্য এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে দুটি প্রস্তুতি ম্যাচে সময়ের আগে যাতে বোলিং শেষ করতে পারে সেই অনুশীলন করেছে বাংলাদেশ দল।
ম্যাচের পরিস্থিতি উত্তেজনার পারদ ছড়ালে এমনিতে চিন্তার জন্য লেগে যায় বাড়তি সময়। আবার গরমের অস্বস্তিতেও সময় নষ্ট হতে পারে। এমনিতে ঘরোয়া ক্রিকেটে কখনই নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে দেখা যায় না বাংলাদেশের অধিনায়কদের। বিপিএল ম্যাচগুলোতে দেখা যায় প্রায়ই ১৫ থেকে ২০ মিনিট পর্যন্তও দেরি হচ্ছে। তা নিয়ে কখনোই শাস্তির মুখে পড়তে হয় না দেশের ক্রিকেটারদের।
আবার আন্তর্জাতিক ম্যাচে তাদের সামনে কঠিন সেই চ্যালেঞ্জ সামলানোর চাপ।
Comments