‘শেষ হইয়াও হইলো না শেষ’

ছবি: হাবিবুর রহমান/স্টার

নড়াইলের নবগঙ্গা নদীর ওপর নির্মীয়মান একটি সেতুর চিত্র এটি।

৬৫১ দশমিক ৮৩ মিটার দীর্ঘ এ সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের জুনের মধ্যে। কিন্তু নির্ধারিত সময়ের ৩ বছরের বেশি পেরিয়ে গেলেও কেবল অর্ধেক কাজ শেষ হয়েছে সেতুটির।

সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago