নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে আ.লীগের হামলার অভিযোগ, আহত ৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে ২ পক্ষের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভা বাজারে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা বিএনপির আহবায়ক ইউসুফ আলী ভুঁইয়া ও বিএনপি নেতাকর্মীরা দ্য ডেইলি স্টারকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালদী পৌরসভা বাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থকরা জ্বালানি তেল ও দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল বের করেন। এ সময় গোপালদী পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে বিএনপির ৩ জন নেতাকর্মী আহত হন। এ সময় বাজারে একটি বাঁশের দোকানে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, সেচ্ছাসেবকলীগ নেতা সোহাহ মাহমুদ ও ফারুক।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোপালদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিএনপির মিছিলে হামলা করিনি। কে বা কারা করেছে জানি না।'
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, 'বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বা কেউ অভিযোগ দেয়নি।'
Comments