সেনা সদস্যকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম রেলস্টেশনে এক সেনা সদস্যকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত ৪ জন হলেন— সিপাহী মঈন হাসান রাকিব, রিটন চাকমা, ইয়াসিন আরাফাত ও হাবিলদার মো. রবিউল ইসলাম।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (ইস্টার্ন জোন) কমান্ড্যান্ট রেজওয়ান-উর-রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৮ আগস্ট চট্টগ্রাম স্টেশনে এক সেনা সদস্যের সঙ্গে ঘটা ওই ঘটনায় ৪ আরএনবি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা এখন র‌্যাব-৭ এর হেফাজতে আছেন।'

তিনি আরও জানান, সেদিন রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেইল ​​ট্রেনের লাগেজ কোচে ওঠার সময় আরএনবি সদস্যদের সঙ্গে সেনা সদস্যের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেনা সদস্যের ওপর হামলা চালান আরএনবি সদস্যরা।

তারপর তাদের স্টেশন এলাকার রেলওয়ের প্রধান পরিদর্শক অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আরএনবি সদস্যরা সেনা সদস্যের কাছে ক্ষমা চান।

এরপর গতকাল মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে চট্টগ্রাম রেলস্টেশন ও ঢাকা থেকে ওই ৪ আরএনবি সদস্যকে নিজেদের হেফাজতে নেয় র‌্যাব।

র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।'

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয় অঞ্চল) মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইন প্রয়োগকারী সংস্থা তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করব।'

Comments