মুশফিক কিপিং করলে ‘জীবন অনেক সহজ হয়’ সাকিবের

Mushfiqur Rahim
অনুশীলন ম্যাচে কিপিং করেন মুশফিক। ছবি- ফিরোজ আহমেদ/স্টার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২০ সাল থেকেই উইকেটকিপিং করছেন না মুশফিকুর রহিম। টেস্টের মতো এই সংস্করণেও তার পরিচয় কেবল ব্যাটসম্যান হিসেবে। এবার এশিয়া কাপে পুরনো ভূমিকায় ফিরতে যাচ্ছেন মুশফিক। অধিনায়ক সাকিব আল হাসানেরও চাওয়ায় মুশফিকই থাকুন এই দায়িত্বে।

এবার এশিয়া কাপে চোটের কারণে দলে নেই বিশেষজ্ঞ কিপার নুরুল হাসান সোহান। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে মুশফিক ছাড়া কিপিং করতে পারেন এনামুল হক বিজয়। গত দুদিন মিরপুরে প্রস্তুতি ম্যাচে বিজয় খেলেছেন কেবল ওপেনার হিসেবে, উইকেটের পেছনে ছিলেন মুশফিকই। এশিয়া কাপেও তাকে এই দায়িত্বে পাওয়া যাবে।

সোমবার সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, মুশফিক কিপিং করলে অধিনায়ক হিসেবে তার 'লাইফটা' সহজ হয়ে যায়, 'উইকেটকিপিং যেটা হচ্ছে, উনি (মুশফিক) এটা করলে আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। যেটা হয়, ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো উনি খুব সহজে বদলাতে পারে। আমার কাছে শোনারও দরকার নাই। আমার জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমি অন্য একটা-দুটো বিষয় নিয়ে চিন্তা করতে পারবো। কাজেই ফিল্ডিংয়ের পজিশনের চিন্তা করা থেকে, কিংবা অ্যাঙ্গেলগুলো নিয়ে কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক আছে কি না। কারণ আমার পক্ষে এগারোটা খেলোয়াড় সবসময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে যে এটা ভালো দেখতে পারে। উনার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে এগুলো সহজ হয়ে যায়।'

২০২০ সালের মার্চে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ কিপিং করেছিলেন মুশফিক। এই সময়ে ২৬ ম্যাচে কিপিং করেন সোহান, ৮টিতে লিটন দাস ও একটিতে বিজয়কে দেখা গেছে এই ভূমিকায়।

২০১৯ সালে নভেম্বরের পর টেস্টেও কিপিং করছেন না মুশফিক। কেবল ওয়ানডেতেই তাকে দেখা যায় এই জায়গায়। কিপিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়া, স্টাম্পিং হাতছাড়া করায় নানান সময়ে সমালোচিত হয়েছেন মুশফিক।

এদিকে মাহমুদউল্লাহকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন সাকিব। বাজে ফর্মের কারণে মাহমুদউল্লাহর জায়গা ছিল নড়বড়ে। তবু মুশফিক ও মাহমুদউল্লাহকে গুরুত্বপূর্ণ মনে করেন সাকিব, 'উনারা দুজন খুবই গুরুত্বপূর্ণ অংশ এই সিস্টেমের। উনারা এটা সম্পর্কে অবগত, উনারা জানে দায়িত্বটা কী, জানে উনাদের চ্যালেঞ্জ কী কী। উনারা জানে একজ্যাক্টলি কোন পরিস্থিতিতে আছে। আমার এখানে আলাদা কিছু বলার নেই। উনারা এতদিন খেলার পর উনারা ভালো করে পুরো পরিস্থিতি সম্পর্কে অবগত। আমরাও জানি আমরা উনাদের থেকে কী প্রত্যাশা করছি যেটা আমি বললাম খুব গুরুত্বপূর্ণ অংশ দলের।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

4h ago