'হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখে'

ছবি: ফিরোজ আহমেদ

টেস্টের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব সাকিব আল হাসানের কাঁধে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দায়িত্ব নিতে কতটা আগ্রহী ছিলেন তিনি? সাকিব রসিকতা করে জবাব দিলেন, নেতৃত্বে থাকলে তাকে চাপে রাখার সুযোগ থাকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। সেকারণে হয়তো তাকে বেছে নেওয়া হয়েছে। এই বাঁহাতি তারকা পরে জানালেন, দায়িত্ব যেহেতু পেয়েই গেছেন, সেহেতু নিজের বিপুল অভিজ্ঞতা দিয়ে টি-টোয়েন্টি দলের জন্য ভালো কিছুর চেষ্টা করবেন তিনি।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। তৃতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে প্রথমবার সংবাদ সম্মেলনে অংশ নিলেন তিনি।

শুরুর দিকে সাকিবের কাছে প্রশ্ন গেল, 'টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ ওয়ানডের চেয়ে নাজুক অবস্থায় রয়েছে। তো আপনি টেস্টের পর টি-টোয়েন্টির দায়িত্বও নিলেন। এক্ষেত্রে আপনার মনে আসলে কী কাজ করেছে? এই দুই সংস্করণ নিয়ে তো অনেক সমালোচনা হয়। আপনি সবচেয়ে চ্যালেঞ্জিং দুইটা জায়গার দায়িত্ব নিয়েছেন। তো (অধিনায়ক হওয়া নিয়ে) আপনার মনে কী কাজ করেছে?'

জবাব মুখে হাসিয়ে ফুটিয়ে সাকিব জবাব দিলেন, 'একটা হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখে (হাসি)। এটা (অধিনায়কের দায়িত্ব) থাকলে একটা চাপে রাখার সুযোগ থাকে। (একটু থেমে) না, আমার কাছে মনে হয়, যেহেতু এগুলো চ্যালেঞ্জিং জায়গা এবং বোর্ড মনে করেছে, এই চ্যালেঞ্জিং জায়গাগুলোতে আমি তাদের জন্য সম্ভাব্য সেরা বিকল্প, সেকারণে হয়তো তারা আমাকে বেছে নিয়েছে।'

সাকিব বোর্ড সভাপতির প্রসঙ্গ টানার পর তার কাছে ফের জানতে চাওয়া হয়, 'আপনি বললেন যে পাপন ভাই আপনাকে চাপে রাখেন। তো আপনার নিজের কতটা আগ্রহ ছিল?'

সেসময় সাকিবের কাছ থেকে যে উত্তর পাওয়া যায়, তাতে ইঙ্গিত মেলে যে অধিনায়ক হতে খুব বেশি আগ্রহী ছিলেন না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা, 'উত্তর দেওয়ার জন্য কঠিন প্রশ্ন। আমি জানি না কতটুকু (আগ্রহী ছিলাম)... তবে আমি এখন অনেক অনুপ্রাণিত। আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে যতটুকু দলের ভালোর জন্য চেষ্টা করা যায়।'

আগামী ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সাকিবদের প্রথম ম্যাচ আফগানদের বিপক্ষে। আগামী ৩০ অগাস্ট বাংলাদেশ সময় রাত আটটায় শারজাহতে মুখোমুখি হবে দুই দল।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

3h ago